Apan Desh | আপন দেশ

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারাই বিষধর সাপ: পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ১৯ অক্টোবর ২০২৫

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারাই বিষধর সাপ: পূর্ণিমা

পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে আজও জনপ্রিয়। অনেকেই অনুকরণ করেন তাকে। তাছাড়া তিনি সবসময় সরব সামাজিক মাধ্যমে। সম্প্রতি একটি ছবি শেয়ার দিয়ে আক্ষেপ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।

হুট করে পূর্ণিমার এমন কথায় অনুরাগীরা অবাকই হচ্ছেন। পেস্টে তিনি আরও লিখেছেন, যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।
 
অভিনেত্রীর এ রূপকভাষা ও কাব্যিক আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে। কেউ লিখেছেন, পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এ কথাগুলো আজকের বাস্তবতা। কেউ আবার মন্তব্য করেছেন, এ যেন আমাদের সবার জীবনের গল্প।

পোস্টের শেষ লাইনে পূর্ণিমা লেখেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়