Apan Desh | আপন দেশ

নিজেকে নতুনরূপে দেখতে চান মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ১৩ জুলাই ২০২৫

নিজেকে নতুনরূপে দেখতে চান মাহি

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সরব হন তিনি। সাধারণত নিজের ক্যারিয়ার ও সমসাময়িক বিভিন্ন ব্যাপারে কথা বলতে দেখা যায় তাকে। যেন তেন নয়, মাহি অভিনয় করেন বেছে বেছে।

একসময় গতানুগতিক সব ধরনের গল্পে নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন বারংবার। 

গল্পে নতুনত্ব ও চরিত্রে বৈচিত্র্য থাকলে তবেই কাজ করছেন। সম্প্রতি তার মুক্তিপ্রাপ্ত নাটকগুলোর দিকে নজর দিলেও তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নিজেকে ভেঙ্গে মাহি যে নতুন করে গড়ার প্রত্যয় নিয়েছেন তা বুঝাই যাচ্ছে। একজন পরিণত অভিনয়শিল্পী হয়ে ওঠার আকাক্সক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। 

সামিরা খান মাহি বলেন, পরিণত শিল্পী হয়ে হঠার বাসনা থেকে গল্প, চরিত্র বাছাই করে কাজ করে যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিজেকে নতুনরূপে পর্দায় তুলে ধরার।

প্রসঙ্গত, অভিনেত্রী সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। তিনি ভালোবাসেন ঘুরে বেড়াতে ও পৃথিবী সম্পর্কে জানতে। ২০১৪ সালে একটি রিয়ালিটি শো'র মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন মাহি। "তরুণ তুর্কী" ধারাবাহিক নাটকে তিনি প্রথম অভিনয় করেন। পরবর্তীতে "পারিবারিক গোলযোগ", "নীড় খোঁজে গাঙচিল", "লাইফ ইন এ মেট্রো", "শুভ্রার ওয়্যারড্রব", "আকাশ বাড়িয়ে দাও", "ম্যাচিং ব্রাদার", "এক পা দু'পা" সহ আরও অনেক ওয়েব নাটকে অভিনয় করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়