Apan Desh | আপন দেশ

ফের বিয়ে করেছেন অভিনেত্রী সুজানা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ২৮ অক্টোবর ২০২৪

ফের বিয়ে করেছেন অভিনেত্রী সুজানা

অভিনেত্রী সুজানা। ফাইল ছবি

ফের বিয়ে করেছেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুজানা জাফর। তবে অনেকটা চুপিসারেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কেকের উপর লেখা, হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ।

ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকেও দেখা যায়। ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার উত্তরও দিয়েছেন অভিনেত্রী। সুজানার স্বামীর পরিচয় জানা যায়নি। ভিডিও থেকে ধারণা করা হচ্ছে জায়াদ দুবাইয়ের শেখ।

এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের পর পরই শোবিজে অনিয়মিত হয়ে পড়েন সুজানা। তবে বিগত কয়েক বছর শোবিজ থেকে একেবারেই দূরে আছেন এ অভিনেত্রী। এখন তিনি ধর্ম কর্মে মন দিয়েছেন। সুজানার বছরের বেশিভাগ সময়ই এখন বিদেশে কাটে। ইদানিং তিনি দুবাই থাকছেন। কারণ সুজানা বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক।

মূলত নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন সুজানা। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডিজাইন করেন অনেক পোশাক। যদিও এখনই নিজেকে পুরাদস্তুর ফ্যাশন ডিজাইনার বলতে নারাজ সুজানা। নিছক নিজের ভালো লাগা থেকেই ডিজাইন করেন তিনি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়