Apan Desh | আপন দেশ

বিচ্ছেদের ইঙ্গিত সৃজিত-মিথিলার!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বিচ্ছেদের ইঙ্গিত সৃজিত-মিথিলার!

ছবি: সংগৃহীত

দুই বাংলার দুই ভুবনের জনপ্রিয় তারকা সৃজিত-মিথিলা। দাম্পত্য জীবনে সবকিছু ঠিকঠাক থাকলেও দেয়ালে ফাটল ধরে বিচ্ছেদের নীরব বার্তা শোনা যায়। দুজনেই হাসিমুখে এসব খবর উড়িয়ে দেন। তবুও নেটিজেনরা প্রতিবছর তাদের সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করান। তবে এবার আবারও সুনির্দিষ্ট কারণে চাউর হয়েছে খবরটি।

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালবেসে বিয়ে করেছিলেন। কিন্তু একই ছাদের নিচে তাদের খুব কমই দেখা যায়। তারা দুজনেই কাজ নিয়ে খুব ব্যস্ত।

চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় মিডিয়া হিন্দুস্তান টাইমসের মতে, সৃজিতকে সেদিন অনেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিল। তবে সৃজিতের মিথিলার কাছ থেকে কোনো অভিনন্দন পাননি। আর এতেই শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন।

বিয়ের পর মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন। বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা। বাংলাদেশে স্কুলে ভর্তি করিয়েছেন। কাজের সুবাদে মিথিলা কখনো আফ্রিকার তানজানিয়ায় আবার কখনো ইউরোপে থাকে। সময় পেলেই অল্প দিনের জন্য কলকাতায় ফেরেন। তাদের মধ্যে এ দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই।

মাঝেমধ্যেই শোনা যায় বিচ্ছেদের পথে তারা। তবে উভয় পক্ষই এসব গুজবকে বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে দু’জনেই লং ডিসট্যান্স বিয়েটা বাঁচাতে চান। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সৃজিত বা মিথিলা কেউই মন্তব্য করেননি।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। এরপর আসে বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। জুলাই ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়