Apan Desh | আপন দেশ

শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:১৩, ১০ ডিসেম্বর ২০২৫

শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার নতুন গেজেট প্রকাশ করেছে। এ নতুন বিধিমালা অনুযায়ী, এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।

বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত এ গেজেটে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, পরীক্ষা নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর নির্ধারণ করবে কর্তৃপক্ষ। এই পরীক্ষায় মোট নম্বরের অন্যূন ৪০ শতাংশ পেলে উত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে। বিষয় ও পদ অনুযায়ী শূন্যপদের ১:২ (১ অনুপাত ২) অনুপাতে নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করবে এনটিআরসিএ।

আরও পড়ুন>>>বেতন গ্রেড নিয়ে প্রাথমিকের প্রধান ‍শিক্ষকদের জন্য সুখবর

ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। মৌখিক পরীক্ষায় মোট নম্বর থাকবে ২০ ও এখানেও পাস নম্বর হবে মোট নম্বরের ন্যূনতম ৪০ শতাংশ।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে এনটিআরসিএ নিজস্ব পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা তৈরি করে ও এর ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করে থাকে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়