ফাইল ছবি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নৌ চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের সন্দ্বীপ, নোয়াখালীর হাতিয়াসহ বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে এসব এলাকার শিক্ষার্থীরা দুশ্চিন্তায় পড়েছেন।
শনিবার (২২ মে) বেলা ১১টা থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, সন্দ্বীপ থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী চট্টগ্রামের বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এসব শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে একটি কাঠের নৌযানে ৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। তাদের সঙ্গে ছিলেন আরও ১০ জন বিদেশগামী যাত্রী। তবে দেড় ঘণ্টা সাগরে ভেসে থাকার পর প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মুখে সবাইকে ফিরে আসতে হয়।
নৌঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাস কিছুটা কমলেও এখনও নৌচলাচলের উপযোগী পরিবেশ তৈরি হয়নি। শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এদিকে, পরিবারের নিষেধ অমান্য করেই মিরাজুল ইসলাম মুন্না চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। চোখে তখন শুধুই স্বপ্ন—বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। কিন্তু সে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় বৈরি আবহাওয়া। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে উত্তাল সাগরের বুকে ছোট নৌযানে জীবন বাজি রেখে পারি দিতে হয়েছে পথ। ভয় আর উৎকণ্ঠায় মুহূর্তে মনে হচ্ছিল, বুঝি আর ফেরা হবে না।
আরওপড়ুন<<>>রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির, সম্পাদক তাসিন
এভাবেই নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করছিলেন তিনি। মুন্না বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তির লড়াইয়ে নামবো, কিন্তু সাগরের মধ্যে এসে মনে হচ্ছিল—এবার বুঝি জীবনটাই শেষ হয়ে যাবে।
শনিবারও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা ক্ষীণ জানিয়ে এ শিক্ষার্থী বলেন, এখন আমাদের ভাবতে হচ্ছে, আমরা কি উচ্চশিক্ষা গ্রহণ করব, নাকি জীবনটা আগে রক্ষা করবো?
হাতিয়া উপজেলার শিক্ষার্থী তাসনিম আক্তার জানান, শুক্রবার সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ায় ঘর থেকে থেকে বের হতে পারছি না। আমাকে পরীক্ষা দিতে যেতে হবে নোয়াখালী সরকারি কলেজে। কিন্তু বৈরি আবহাওয়ায় যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। খুব দুশ্চিন্তায় আছি কিভাবে পরিক্ষা দিতে যাব, কারণ আমাদের এখানে নৌচলাচল বন্ধ রয়েছে।
আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আবদুর রহমান খান বলেন, আজ আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। শনিবার অথবা রোববার (০১ জুন) অবস্থার উন্নতি হতে পারে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডি বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষার তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, প্রায় এক যুগ পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা একযোগে সারা দেশে শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৫ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী। পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার প্রশ্ন ওএমআর শীট কেন্দ্রে চলে গেছে।
উপাচার্য আরও বলেন, কোথাও যদি বিশেষ করে উপকূলীয় দ্বীপ অঞ্চলগুলোতে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ ব্যবস্থায় পুনরায় পরীক্ষা নেয়ার চিন্তা করবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































