ছবি: আপন দেশ
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ৫ হাজার ২৪৯ টাকা।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।
ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। নতুন এই মূল্য আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
আরও পড়ুন <<>> বিশ্ব বাণিজ্যে বড় চ্যালেঞ্জ নন-ট্যারিফ বাধা: এনবিআর চেয়ারম্যান
বাজুস জানিয়েছে, এ সমন্বিত দাম দেশের স্বর্ণবাজারের ইতিহাসে সর্বোচ্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি। তবে গয়নার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণে ভিন্নতা হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































