Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৪৪, ৩ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ছবি ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ থেকে নেয়া

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়ন্ত্রণে নিয়েছে একদল হ্যাকার। শুক্রবার (০৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে পেজটিতে দেয়া এক পোস্টে নিজেদের কর্মকাণ্ডের কথা প্রকাশ করে হ্যাকার গ্রুপটি।

এদিন ব্যাংকটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পেজটির নাম পরিবর্তন করা হয়নি। এর প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির ছবি দেয়া হয়েছ।

এছাড়া হ্যাকার গ্রুপ ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেয়া হয়েছে পেজটি থেকে।

আরও পড়ুন<<>>ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নামও উল্লেখ করা হয়েছে।

হ্যাক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজকে ভোরে ফেসবুক পেজ হ্যাক হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়