Apan Desh | আপন দেশ

৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি

ছবি -আপন দেশ

সাভারের আশুলিয়ায় ৭৯ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর)  শ্রমিক অসন্তোষের কারণে সাভারের বেশ কিছু এলাকায় ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটির খবর পাওয়া যায়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম  জানিয়েছেন, গতকাল শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়। আজও সাভারের কিছু এলাকায় ৭৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকরা বলেন, টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। তবে আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পান। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। তবে মালিকপক্ষ দাবি না মেনে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়