Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ১০ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালের দিকে জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধাণতাবশত পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির আঙিনা।

যাদুরচর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, নিহত শিশু দুটি সম্পর্কে মামা-ভাগিনা। বাদ জোহর শিশু দুটির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়