Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে সিডিডি’র এ্যান্টিসিপেইট ইনক্লুড এ্যাক্ট প্রকল্পের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ১ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে সিডিডি’র এ্যান্টিসিপেইট ইনক্লুড এ্যাক্ট প্রকল্পের উদ্বোধন

ছবি: আপন দেশ

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, সুরক্ষা নিশ্চিতকরণ ও তাদের আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) কুড়িগ্রামে নতুন উদ্যোগের সূচনা করেন। জার্মানভিত্তিক দাতা সংস্থা সিবিএম ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে ‘এ্যান্টিসিপেইট, ইনক্লুড, এ্যাক্ট: স্ট্রেংদেনিং কমিউনিটি রেজিলিয়েন্স ইন কুড়িগ্রাম’প্রকল্প।

সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় প্রকল্পের উদ্বোধনী ও পরিচিতিমূলক কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মন্ডল, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু

কর্মশালায় সরকারি দফতরের প্রতিনিধি, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ প্রকল্পের স্ব-সহায়ক দল এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মিলিয়ে ৪০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সিডিডি’র প্রকল্প টিম কর্মশালায় প্রকল্পের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরবর্তী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা দুর্যোগ প্রস্তুতি, অন্তর্ভুক্তিমূলক মানবিক কার্যক্রম এবং কমিউনিটি রেজিলিয়েন্স বিষয়ে নানা মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। প্রকল্প দল এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রাপ্ত মতামত বাস্তবায়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

জেল ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন সবার উপস্থিতিতে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি টানেন।

অনুষ্ঠানের শেষে সিডিডি’র প্রকল্প কো-অর্ডিনেটর মনোয়ার হোসেন অতিথি এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়