Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বিষয়ক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩৬, ১ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বিষয়ক সভা অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্প কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের উপর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১লা ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লজিকের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেব নাথ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ টিউটর, ইউনাইটেড প্রেসক্লাবের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো অর্ডিনেটর খোকন কুমার কুন্ডু, সরকারী দফতরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

আরও পড়ুন<<>>নারী নির্যাতন প্রতিরোধ দিবসে র‍্যালি

সমন্বয় সভায়- লজিক প্রকল্পের কার্যক্রম যেন কুড়িগ্রাম জেলায় চলমান থাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়