ছবি: আপন দেশ
রাজবাড়ীর পাংশার পদ্মা নদীর চর থেকে হেলাল বিশ্বাস (৫৩) নামে এক ব্যক্তি সাপের কামড়ে আহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে। আহত কৃষক জীবিত সাপটি ধরে হাসপাতালে নিয়ে আসেন। পরে তিনি জানতে পারেন সাপটির নাম রাসেলস ভাইপার। আহত হেলাল বিশ্বাস পাংশা উপজেলার শাহীমিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
জানা গেছে, পদ্মা নদীর চরে ধান ক্ষেতে কাজ করতে যায় হেলাল বিশ্বাস। কিছুক্ষণ কাজ করার সময় তিনি বুঝতে পারেন তার পায়ে কিছু কামড় দিয়েছে। পরে দেখতে পায়, তার পাশ দিয়ে একটি সাপ চলে যাচ্ছে। তিনি সাপটিকে ধরে নিয়ে দ্রুত হাসপাতালে চলে আসেন।
আরও পড়ুন<<>>বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ
হেলাল বিশ্বাসের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, আমরা খবর পাই পদ্মা নদীর চরে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে হেলালকে সাপে কামড় দেয়। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। বর্তমানে আমার ভাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানসু সোমা বলেন, সকালে আমাদের হাসপাতালে সাপে কাটা একজন রোগী আসছে। আমরা তাকে এন্টিভেনম দিয়েছি। তার প্রেশার বেশ কম। যদি প্রেশার এমন অবস্থায় থাকে তাকে রেফার্ড করবো।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































