Apan Desh | আপন দেশ

সাদাপাথরে সৌন্দর্য ফিরছে, পর্যটক আসছে

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫২, ৩০ আগস্ট ২০২৫

সাদাপাথরে সৌন্দর্য ফিরছে, পর্যটক আসছে

ছবি: আপন দেশ

সিলেটের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র সাদাপাথরের সৌন্দর্য আগের অবস্থানে ফিরিয়ে আনতে প্রতিস্থাপন করা হচ্ছে পাথর। কৃত্রিমভাবে সাদাপাথর পুনঃস্থাপন করায় পর্যটন কেন্দ্রটিতে আগের সৌন্দর্য ফিরে আসছে। প্রতিদিন প্রায় ৫ শতাধিক শ্রমিক এই পাথর পুনঃস্থাপনের কাজ করছেন।

সাদাপাথর থেকে লুট হওয়া পাথরের মধ্যে উদ্ধার হয়েছে প্রায় ২৮ লাখ ঘনফুট। এর মধ্যে সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রায় ১৫ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। কৃত্রিমভাবে এ পাথরগুলো আবারও পর্যটন কেন্দ্রে প্রতিস্থাপন করা শেষ হলে আগের সৌন্দর্য ফিরে আসবে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া এ তথ্য জানান।

সাদাপাথর লুটের ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হলে বিষয়টি উচ্চ আদালতে গড়ায়। পরে আদালত পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকার অন্তত পাঁচটি পুকুর থেকে লুকিয়ে রাখা দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করে উপজেলা প্রশাসন।

আরওপড়ুন<<>>সাদাপাথর উদ্ধারে সিলেটজুড়ে চিরুনি অভিযান শুরু কাল

এ বিষয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, পাথর প্রতিস্থাপনের কাজ শেষ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

এদিকে প্রশাসনের তৎপরতায় পাথর প্রতিস্থাপনের পর সম্প্রতি পর্যটকের সংখ্যা বাড়ছে সাদাপাথর পর্যটনকেন্দ্রে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ শ্রমিক, ৪০০ নৌকা ও ৩০০ ট্রাক পাথর প্রতিস্থাপনের কাজে নিয়োজিত রয়েছে।

পরিবেশকর্মীরা বলছেন, সরকারকে আরও শক্ত অবস্থান নিতে হবে প্রকৃতি রক্ষা ও পর্যটন শিল্পকে এগিয়ে নিতে। এতে একদিকে যেমন পর্যটক আকৃষ্ট হবেন, অন্যদিকে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট থেকে সাদাপাথর লুটপাট বন্ধ হয়। স্থানীয় এলাকাবাসীর আন্দোলন ও প্রতিরোধের মুখে লুটপাটকারীরা সেদিন সাদাপাথর লুট বন্ধ করে পালিয়ে যায়। এরপর বিভিন্নভাবে সাদাপাথর লুটপাটের খবর পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ায় তৎপর হয় প্রশাসন। এ ঘটনায় সিলেটের জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

গত ১২ আগস্ট থেকে প্রশাসন সাদাপাথর জব্দ করে প্রতিস্থাপন করতে শুরু করে। কলাবাড়ী, কালিবাড়ী, ভোলাগঞ্জ, পাড়ুয়া, থানা সদর, ধুপাগুলসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রশাসন সাদাপাথর উদ্ধার করে ভোলাগঞ্জ দশনম্বর ডাম্পিং স্টেশনে নিয়ে রাখছে। সেখান থেকে নৌকাযোগে পর্যটন কেন্দ্রে নিয়ে প্রতিস্থাপন করছে শ্রমিকরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়