Apan Desh | আপন দেশ

‘শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবেনা’

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ২২ জুলাই ২০২৫

আপডেট: ২০:৩০, ২২ জুলাই ২০২৫

‘শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবেনা’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদের সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে দঁড়ানো যাবেনা।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহতদের স্বরণে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরওপড়ুন<<>>মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল  

নাসির বলেন,শিক্ষার্থীরা দাবি তুলেছে,আমরা তাদের সঙ্গে সহমর্মিতা পোষণ করছি। তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। 

তিনি বলেন, পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা, আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়েছি। সরকার এবং দেশবাসীর কাছে আহবান জানাচ্ছি আমাদের শিক্ষাথীরা যে দিকে যায় আমাদের ওই দিকে যেতে হবে।  

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়