Apan Desh | আপন দেশ

পুলিশের ওপর চিন্ময় দাসের অনুসারীদের হামলা, গাড়ি ভাঙচুর 

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:৪০, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:২০, ২৬ নভেম্বর ২০২৪

পুলিশের ওপর চিন্ময় দাসের অনুসারীদের হামলা, গাড়ি ভাঙচুর 

ছবি: আপন দেশ

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষ হয়।

দুপরে চট্টগ্রাম আদালতে চিন্ময় দাসকে হাজির করার পর তার ভক্তরা আদালত প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

চিন্ময় দাসকে ২৫ নভেম্বর সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে ৩১ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান অভিযোগ এনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগ, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে ইসকনের গেরুয়া পতাকা উত্তোলন করা হয়। যা সাধারণ নাগরিকদের ক্ষোভের সৃষ্টি করে।

এ মামলার পর ইসকন প্রবর্তক ধাম অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের একটি বিবৃতি প্রকাশিত হয়। সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন। 

ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস বলেন, ৫ আগস্টের পর সনাতনীদের ওপর চালানো হামলা-নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন। এ আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়