Apan Desh | আপন দেশ

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ২৬ আগস্ট ২০২৫

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা

ছবি: আপন দেশ

রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার এবং পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারি জি. এম রাশেদ। 

এ সময় কোম্পানির সিইও (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আসিফ সামছ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোম্পানির গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা করা হয় ও ভোটের মাধ্যমে নিম্নোক্ত আলোচ্য বিষয়সমূহ অনুমোদিত হয়।

১) ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদনের অনুমোদন।

আরওপড়ুন<<>>ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত

২) কোম্পানির পরিচালনা পর্ষদের ৩ জন পরিচালককে পুনঃনির্বাচন করা হয়।

৩) প্রস্তাবিত শূন্য লভ্যাংশ অনুমোদিত হয়।

৪) ২০২৫ সালের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষকদের নিয়োগ অনুমোদন করা এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

৫) বিএসইসি এবং আইডিআরএ-এর প্রয়োজনীয়তা অনুসারে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষকদের নিয়োগ অনুমোদন করা এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদের নিজ নিজ বক্তব্যে কোম্পানির সাফল্য কামনা করেন। একই সঙ্গে আগামীতে সম্মানীত শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়