Apan Desh | আপন দেশ

মুমিনুলের আক্ষেপ, ডাবল সেঞ্চুরি হলো না জয়ের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৫, ১৩ নভেম্বর ২০২৫

মুমিনুলের আক্ষেপ, ডাবল সেঞ্চুরি হলো না জয়ের

মাহমুদুল হাসান জয়। ছবি: সংগৃহীত

১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মাহমুদুল হাসান জয়। যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিটাও বুঝি অনায়াসেই তুলে নিতে চলেছেন। তবে সেটা হলো না। আগের দিনের সঙ্গে ২ রান যোগ করেই আউট হয়েছেন তিনি।

এরপর হতাশায় আউট হতে হয়েছে মুমিনুল হককেও। দিনের শুরুতেই ২ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ।

দিনের দ্বিতীয় ওভারেই আউট হন জয়। ব্যক্তিগত ১৭১ রানে তিনি ক্যাচ দেন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে। ২৮৬ বলে ১৪ চার ও ৪ টি ছক্কায় সাজানো ইনিংসটির ইতি ঘটে তাতে।

এরপর আগের দিনের থিতু ব্যাটার মুমিনুল হকও বিদায় নেন। সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন তিনি। তবে তার সে অপেক্ষার ইতি ভালোভাবে ঘটেনি। ম্যাকব্রাইনের বলে স্লিপে থাকা অ্যান্ড্রু বালবার্নির হাতে ক্যাচ দেন তিনি। ১৩২ বলে ৮২ রানে আউট হন তিনি।

এই ইনিংসে ৮০'র ঘরে আউট হওয়া দ্বিতীয় ব্যাটার তিনি, এর আগে সাদমান ইসলাম আউট হয়েছিলেন ৮০ রানে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়