Apan Desh | আপন দেশ

চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসি ছাড়লেন জিওফ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২৯ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসি ছাড়লেন জিওফ

জিওফ অ্যালারডাইস

ক্রীড়া ডেস্ক আর মাত্র কয়েক দিন পরেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার আগেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জিওফ অ্যালারডাইস। চার বছর এ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন চ্যালেঞ্জের খোঁজে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

২০২১ সালের নভেম্বর মাসে আইসিসির প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন অ্যালারডাইস। তার আগে মানু সাহনির পর আট মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহনিকে অবশ্য বরখাস্ত করা হয়। অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদে আসীন হওয়ার আগে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ২০১২ সাল থেকে। তার আগে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ায়। 

পদ ছাড়া নিয়ে অ্যালারডাইস বলেছেন, পদত্যাগের এটাই সঠিক সময়। পাশাপাশি নতুন চ্যালেঞ্জ খুঁজে নেওয়ারও।

তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল ভীষণ সম্মানের। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে যে ফলাফল অর্জন করতে পেরেছি, তাতে আমি গর্বিত।

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পাকিস্তান ও সংযুক্ত আবর আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরে অংশ নেবে ৮টি দল। যা সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণার প্রাথমিক কাজ সেরেছে টুর্নামেন্টের ৮টি দল। 

উল্লেখ্য, আইসিসিরর চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই পদ ছাড়লেন অ্যালারডাইস। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়