Apan Desh | আপন দেশ

৩ রানে ৫ উইকেট মুকিমের, ৫৭ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ৩ ডিসেম্বর ২০২৪

৩ রানে ৫ উইকেট মুকিমের, ৫৭ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম পেয়েছেন ৫ উইকেট। ছবি: এক্স

জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে আজ অবিশ্বাস্য দৃশ্যের জন্ম হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। প্রথম চার ওভারে বিনা উইকেটে ৩৭ রান সংগ্রহ করে। এর পরে ২০ রানের মধ্যে তারা হারায় ১০ উইকেট। ফলে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ৩ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম।

গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ৮২ রান ছিল তাদের আগের সর্বনিম্ন। অথচ দেড় মাস আগে এ জিম্বাবুয়েই করেছিল টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড ৩৪৪ রান। সেটি অবশ্য গাম্বিয়ার বিপক্ষে।

বুলাওয়েতে আজ (৩ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতল ১০ উইকেটে। ৮৭ বল হাতে রেখে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ওমাইর ইউসুফ ১৫ বলে ২২ ও সাঈম আইয়ুব ১৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।

টস জিতে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান ব্রেনেট ২১ ও মারুমানি করেছেন ১৬ রান। এরপর বাকি সবাই শুধু এলেন আর গেলেন। দুই অঙ্কের ঘরে আর কেউ রান করতে পারেননি। জিম্বাবুয়ে অলআউট হয় ১২.৪ ওভারে।

মুকিম ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথমবার নেন ৫ উইকেট। ম্যাচে তার বোলিং বিশ্লেষণ ২.৪–০–৩–৫! পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটি উমর গুলের কাছ থেকে কেড়ে নিয়েছেন এ ২৫ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার। ২০০৯ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন গুল। এছাড়া আব্বাস আফ্রিদি ২ রানে নেন ২ উইকেট।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়