ফাইল ছবি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নয়র ও নিয়ন্ত্রণে দেশজুড়ে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। চলমান এ অভিযানে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৬০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে মোট গ্রেফতার করা হয়েছে ১২ হাজার ৬০৭ জনকে। অভিযান পরিচালনাকালে ১৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন<<>>হাদী হত্যার দোষ স্বীকার করে দুজনের জবানবন্দি
এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ৫ লাখ ১১ হাজার ২৭৫টি মোটরসাইকেল ও ৫ লাখ ৭১ হাজার ৪৬৮টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৬ হাজার ৬২২টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































