Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ২৩ মে ২০২৪

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু চূড়ান্ত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে অংশগ্রহণ দলের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজন করা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রীতি। সেই রীতি মেনে এবারও প্রস্তুতি ম্যাচ আয়োজন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের আপত্তি থাকার পরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূচিতে টাইগারদের ম্যাচ রেখেছে আইসিসি। ২৮ মে হওয়ার কথা টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

যদিও ম্যাচটির ভেন্যু ও সময় নির্ধারিত ছিল না। অবশেষে ৩৪ হাজার ধারণক্ষমতা সম্পন্ন কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচ।

বিশ্বকাপ শুরু দিন অর্থ্যাৎ ১ জুন মাঠে গড়াবে শান্ত-রোহিতদের এ প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচে। যা সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন।

বিশ্বকাপের জন্য নির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রথম ম্যাচ এটি। গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচও রয়েছে এ স্টেডিয়ামে। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এছাড়া বিশ্বকাপের আরও ম্যাচ রয়েছে এ ভেন্যু।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়