তারেক রহমান ও মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের এ প্রত্যাবর্তন দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে ও একটি সুস্থ ধারার রাজনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পীর চরমোনাই বলেন, দেশের রাজনীতিতে বর্তমানে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বিএনপির মতো একটি বৃহৎ দল দীর্ঘদিন সরাসরি নেতৃত্ব থেকে বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে।
তিনি বলেন, ১৭ বছর পর তারেক রহমানের আগমনের মর্মে আরেকটি নির্মম সত্য আছে, সেটা হলো সহিংস ও প্রতিহিংসার রাজনীতি। পতিত ফ্যাসিস্টের প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্বাসনে থাকতে হয়েছে। জুলাই অভ্যত্থানের পরে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাত হোক সে প্রচেষ্টা তারেক রহমানসহ আমাদের সকলের চালিয়ে যেতে হবে। আশা করি তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতির সুস্থ্যতায় অবদান রাখবেন।
আরও পড়ুন>>>>‘দেশ গড়ার সময় এসেছে, কথা বলার অধিকার ফিরিয়ে দেয়া হবে’
পীর চরমোনাই বলেন, তারেক রহমান তার বক্তব্যে নিজস্ব প্লান থাকার কথা বলেছেন। সে প্লানে ইতিবাচক সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি বিকাশ ও ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপের বন্দোবস্ত থাকবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, জুলাই অভ্যুত্থানের পরেও দীর্ঘদিন তারেক রহমান দেশের বাইরে থাকার পেছনে কিছু অস্পষ্ট কারণের আভাষ দিযেছেন। বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার দেশে আগমন অন্যকারো নিয়ন্ত্রণাধিন থাকবে এটা মেনে নেয়া যায় না। এমন কোন পরিস্থিতি আদতেও থেকে থাকলে সকলে মিলে তা প্রতিহত করতে হবে। সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিষয়টি পরিস্কার করা দরকার বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































