Apan Desh | আপন দেশ

খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান কে এই শামসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান কে এই শামসুল ইসলাম

ড. এ কে এম শামসুল ইসলাম। 

খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম। 

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শামসুল ইসলাম সম্পর্কে জানা যায়, ময়মনসিংহে জন্ম নেয়া এ শামসুল ইসলাম আগেও বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। তাছাড়া তিনি পিএসসি, জি (অব.), সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকও।

শামসুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন।

ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামসুল ইসলাম শামস জাতীয়তাবাদী ঘরনার হওয়ায় শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে ২০২৫ সাল পর্যন্ত চাকুরী থাকা সত্বেও ২০১৮ সালে চাকরিচ্যুত করা হয়। তার অপরাধ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বড় ভাই (সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি) অধ্যাপক রফিকুল ইসলাম নান্দাইল আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এমনকি তার আরেক ছোট ভাই বাংলাদেশের সর্বকনিষ্ঠ মেয়র ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এএফএম আজিজুল ইসলাম পিকুল। বলা হয়ে থাকে, এরই প্রতিফলন হিসেবে চৌকস অফিসারকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠনো হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়