Apan Desh | আপন দেশ

হাকিম হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির নজির: বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ৮ অক্টোবর ২০২৫

হাকিম হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির নজির: বিএনপি

ফাইল ছবি

চট্টগ্রামের রাউজান এলাকায় মো. আব্দুল হাকিম খুন হয়েছেন। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনাটি ঘটে মদুনাঘাট ব্রিজের কাছে। জায়গাটি রাউজান ও হাটহাজারীর মাঝামাঝি।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে এ হত্যাকাণ্ড হয়। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, এ সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজীর। এ রক্তাক্ত ঘটনা ওই এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান। যা এ বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না।

বিবৃতিতে আরও বলা হয়, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিতার কারণেই দুষ্কৃতিকারীরা অপকর্মে মেতে উঠেছে। সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়। সে কারণে এখন পর্যন্ত দেশের কোথাও কোন অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি। জনগণ এ অরাজক পরিস্থিতির দ্রুত অবসান দেখতে চায়।

আরও পড়ুন>>>প্রবাস কারাগারে জীবন দিয়ে প্রমাণ করতে হলো আব্দুল হামিদ ‘দেশপ্রেমিক’

বিবৃতিতে বলা হয়, উল্লিখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড। এরসঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও দুষ্কৃতিকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন।

বিএনপি রাউজানের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়