
নীলা ইসলাফিল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। তিনি দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৮ জুলাই) ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন।
নীলা পোস্টে লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপিতে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনো বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরও লেখেন, যে ব্যক্তি একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হয় না, সে দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না।
নিজের পদত্যাগের বিষয়ে তিনি লেখেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি প্রত্যাখ্যান করলাম।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।