Apan Desh | আপন দেশ

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৬, ১২ জুলাই ২০২৫

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে এ দাবি জানান তারা। 
এ সময় ছাত্রদল নেতারা বলেন, এ সরকারের অধীনে সাধারণ শিক্ষার্থীসহ বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিয়ে আশা দেখেছিল। কিন্তু সে আশা এ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নষ্ট করে দিয়েছে।

বিগত চার মাসে সোহাগ হত্যাকাণ্ডসহ শুধু ঢাকা শহরেই ১৩৬টি হত্যাকাণ্ড ঘটেছে, সারা বাংলাদেশে ১২৭৪টি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এসময় নেতারা বলেন, সোহাগ হত্যার বিচার না হলে ছাত্রদল আরও কঠোর আন্দোলন করবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়