Apan Desh | আপন দেশ

‘বিএনপি কি পাঁচ নম্বর দল, ছোট ছোট দল আগে বসে পড়ে’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৩৪, ১০ জুলাই ২০২৫

আপডেট: ২০:৩৭, ১০ জুলাই ২০২৫

‘বিএনপি কি পাঁচ নম্বর দল, ছোট ছোট দল আগে বসে পড়ে’

ছবি: আপন দেশ

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সিরিয়াল নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুলাই ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের অধিবেশন শেষে এ ঘটনা ঘটে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কে আগে কথা বলবেন—এ সিরিয়াল নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। প্রথমে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ব্রিফ করেন। এরপর বক্তব্য দিতে শুরু করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তার পাশেই তখন দাঁড়িয়ে ছিলেন সালাহউদ্দিন আহমেদ।

জোনায়েদ সাকির পরপরই সংবাদ সম্মেলনে বসেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তাকে বক্তব্য দিতে দেখে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ পাশ থেকে সালাহউদ্দিনকে বসার আহবান জানান। কিন্তু ততক্ষণে আশরাফ আলী তার বক্তব্য শুরু করে দেন।

এ সময় বিরক্ত হয়ে সালাহউদ্দিন মন্তব্য করেন, পীর সাহেবকে কেউ ডিস্টার্ব কইরেন না। পরে ক্ষুব্ধ হয়ে তিনি সংবাদ সম্মেলনে না গিয়েই কক্ষ ত্যাগ করেন ও নিজের গাড়ির সামনে চলে যান।

সাংবাদিকরা তাকে আবারও সংবাদ সম্মেলনে আসার অনুরোধ জানালে তিনি বলেন,

“এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে—এটা কোনো কথা? আমি চলে যাচ্ছি।”

আহবান অব্যাহত থাকলে তিনি আরও কড়া সুরে বলেন,

বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে?”

শেষ পর্যন্ত দলের নেতাকর্মী ও সাংবাদিকদের আহবানে সাড়া দিয়ে সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন কক্ষে ফিরে যান ও সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্সের পাশে গিয়ে বসেন। প্রিন্স তখন হেসে বলেন, আমি তো মনে করেছি আপনি চলে গেছেন।

জবাবে সালাহউদ্দিন বলেন,

“এটা কোনো কথা! বিএনপি কি পাঁচ নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে?”

এরপর জামায়াতে ইসলামীর প্রতিনিধি হামিদুল ইসলাম আজাদ সংবাদ সম্মেলন শুরু করলে উপস্থিত সাংবাদিকরা সালাহউদ্দিনকে আবারও বক্তব্য দেয়ার অনুরোধ জানান। তখন এলডিপির সাধারণ সম্পাদক হাসান সারওয়ার্দী ও গণঅধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামান পাশে দাঁড়ান ও সালাহউদ্দিন অবশেষে বক্তব্য শুরু করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়