
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবার
যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (০৫ মে) লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাবেক এ প্রধানমন্ত্রী। তার সঙ্গে দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে আসছেন। শুক্রবার (০২ মে) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইনশাল্লাহ ম্যাডাম (খালেদা জিয়া) আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে, সাথে উনার দুই বউ‘মা (তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান) আসার কথা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের দেশে ফেরার বিষয়াদি তদারকি করছেন।
এদিকে খালেদা জিয়ার তার সঙ্গে দুই পুত্রবধূ দেশে ফিরলেও ছেলে তারেক রহমান এখনই ফিরছেন না। তারেক রহমান কেন ফিরছেন না, সে বিষয়ে দলটির পক্ষ থেকে কোনও বক্তব্য আসেনি। বিএনপি নেতারা বলে আসছেন, সময় হলেই দেশে ফিরবেন তারেক।
তারেক রহমান ২০০৮ সাল থেকেই সপরিবারে বিদেশে। এর মধ্যে আওয়ামী লীগ শাসনামলে নানা মামলায় দণ্ডের পর তার আর ফেরা হয়নি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে তারেক রহমানের ফেরার আশায় ফিলেন বিএনপি নেতা-কর্মীরা। কারণ বিভিন্ন মামলার দায় থেকে একে একে মুক্তি পান তিনি।
তবে গত জানুয়ারিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, তারেক রহমানের ফেরার ‘পরিবেশ’ এখনও সৃষ্টি হয়নি।
লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করে আসা সালাহউদ্দিন এ পরিবেশ বলতে কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট নয়।
আওয়ামী লীগ শাসনামলে খালেদা জিয়াকেও দণ্ড নিয়ে কারাগারে যেতে হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে তিনি গত জানুয়ারিতেই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। লন্ডনে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের কথা থাকলেও আপাতত ওষুধে চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে।
দ্য লন্ডন ক্লিনিকে কিছুদিন থাকার পর তারেক রহমানের বাসায়ই রয়েছেন এখন খালেদা জিয়া। গত এপ্রিলে ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনিকে নিয়ে সেখানে ঈদুল ফিতর উদযাপন করেন তিনি।
বিএনপির সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন খালেদা জিয়া। পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক ও সফরসঙ্গীরা সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন।
লন্ডন থেকে খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন মোট আটজন। দুই পূত্রবধূ ছাড়া বাকিরা হলেন- ডা. জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা হক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।