
জামায়াতের আমীর
নারীসংস্কার কমিশনের রিপোর্ট তো দূরের কথা, কমিশন গঠনকেই প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এ কথা জানান দলটির আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াত আমীর বলেন, শুধু নারী কমিশনের প্রস্তাব নয়, এ কমিশনকেই আমরা প্রত্যাখ্যান করছি। এরা এত বড় দুঃসাহস কীভাবে দেখাতে পারল, নিশ্চয়ই এদের পেছনে কোনো শক্তি আছে।
তিনি বলেন, অতীতের সব চক্রান্ত আমরা মোকাবিলা করেছি, এটাও মোকাবিলা করতে পারব।
আরও পড়ুন>>>এনসিপি নির্বাচনী জোটে যাবে না: নাহিদ ইসলাম
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নারী কমিশনের প্রস্তাবের পেছনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কেউ কেউ জড়িত এমন জঘন্য প্রস্তাব হাসিনা সরকারও করার সাহস পায়নি।
তিনি বলেন, এ প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করতে চাইলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। এ জন্য যদি আমাদের যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে চাই।
খেলাফত মজলিসের আমির বলেন, আমরা নারীদের প্রকৃত ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই। ইসলাম নারীর অগ্রাধিকার, ন্যায্য অধিকারের কথা বলেছে। সে জন্য আমরা বলতে চাই: আপনারা নারীর ন্যায্য অধিকার বাস্তবায়ন করুন, তাদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেবেন না।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।