ছবি: আপন দেশ
দেশের প্রায় ৩০ লাখ তাঁতি ও ৬০ লাখ তাঁতশ্রমিকের চার দফা “প্রাণের দাবি” আদায়ের লক্ষ্যে রোববার (০৪ জানুয়ারি) বাংলাদেশ তাঁত বোর্ড ঘেরাওসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাঁতিরা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণ, সূতা ও রং-রাসায়নিক আমদানি অব্যাহত রাখা এবং দীর্ঘদিন ঝুলে থাকা পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে তাঁতি নেতারা অভিযোগ করেন, আগে তাঁতবোর্ডের সহায়তায় সূতা, রং ও রাসায়নিক আমদানি করে স্বস্তিতে ব্যবসা করতেন তাঁতিরা। কিন্তু গত দেড় বছর ধরে তাঁতবোর্ড আমদানির জন্য কোনো সুপারিশ না দেয়ায় খোলা বাজারে এসব কাঁচামালের দাম দ্বিগুণ হয়ে গেছে। ফলে আগে যেখানে একটি কাপড় তৈরিতে খরচ হতো ৫০০ টাকা, এখন সেখানে খরচ হচ্ছে প্রায় ১ হাজার টাকা। এতে দেশের অধিকাংশ তাঁত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। হাজার হাজার তাঁতশ্রমিক বেকার হয়ে পড়ছে। তাঁতি নেতাদের ভাষায়, ‘তাঁতশিল্প আজ ধ্বংসের মুখে।’
তারা আরও বলেন, নতুন করে বাংলাদেশ জাতীয় তাঁতি সমিতি অনুমোদন দেয়ার পরও কোনো আমদানি সুপারিশ বা বণ্টন কার্যক্রম চালু হয়নি। বরং জটিলতা সৃষ্টি করে তাঁতিদের লোকসানের দিকে ঠেলে দেয়া হচ্ছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এক সময় বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প বিলুপ্ত হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তাঁতি নেতারা।
কর্মসূচিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও নং-২০০ (তারিখ ১৯ মে ২০২৪) প্রসঙ্গেও বক্তব্য দেয়া হয়। তাঁতিরা জানান, উক্ত এসআরও-এর শর্ত পূরণ করেই তাঁতিরা এতদিন মালামাল আমদানি করে আসছেন। এর বাইরে নতুন কোনো শর্ত সাধারণ তাঁতিরা মানতে রাজি নন। অভিযোগ করা হয়, বিতর্কিত কিছু তাঁতবোর্ড কর্মকর্তা কৌশলে তাঁতিদের স্বার্থবিরোধী মতামত মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন।
এছাড়া ঢাকার মীরপুরে ৪০ একর জায়গার ওপর তাঁতিদের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত বেনারসি পল্লী ভাষানটেক প্রকল্প ৪০ বছর ধরে ঝুলে থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অবিলম্বে এ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।
তাঁতবোর্ড ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন তাঁতি মো. আশরাফ আলী। বক্তব্য দেন, সিরাজগঞ্জের বেলকুচি থানা মাধ্যমিক তাঁতি সমিতির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বেনারশী পল্লী মীরপুরের সাধারণ সম্পাদক মো. কাশেম, মীরপুর ২ নম্বর ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সাবেক সভাপতি শামিম আক্তার সিদ্দিক, মীরপুর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আবু হানিফ মোল্লা, মীরপুর ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. রফিকসহ সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন এলাকার তাঁতি নেতৃবৃন্দ।
তাঁতিদের চার দফা দাবি:
১) এসআরও নং-২০০ (২৯/০৫/২০২৪) বন্ধের অপচেষ্টা ও ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। ২) তাঁতবোর্ডের বিতর্কিত সদস্য ও ডিজিএম-এর অবৈধ হস্তক্ষেপে আমদানি সুপারিশ বন্ধের অলিখিত নির্দেশ প্রত্যাহার করে দ্রুত সুপারিশ চালু করতে হবে। ৩) তাঁতিদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত অযোগ্য সদস্য দেবাশীষ নাগ ও ডিজিএম রতন চন্দ্র সাহাকে অপসারণ করতে হবে। ৪) ৪০ বছর ধরে ঝুলে থাকা মিরপুর বেনারসি ভাষানটেক প্রকল্পে তাঁতিদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
কর্মসূচি থেকে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁতিরা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































