Apan Desh | আপন দেশ

ঢামেকে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৩২, ১২ ডিসেম্বর ২০২৫

ঢামেকে নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

এছাড়া জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঢামেক এলাকায় নিরাপত্তা জোরদারের এ দৃশ্য দেখা যায়। 

আরও পড়ুন<<>>ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

হাসপতা‌লে গিয়ে দেখা যায়, বিকেল ৩টা ৫০ মিনিটে একের পর এক সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ঢামেকে (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে)। এর আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেয়া হয়। এখন প্রেসার একটু ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের পাশে গুলি লেগেছে।


 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়