তীব্র যানজট। ছবি : আপন দেশ
রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করেছেন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। ছাত্রাবাসে ২ পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।’
তিনি আরও জানান, কলেজের প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে আসছেন এবং বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা আজকের কর্মসূচিতে নেমেছে।
এর আগে গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ২ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন।
আরও পড়ুন : পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানির সময় নির্ধারণ
তাৎক্ষণিকভাবে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ ডিসেম্বর) তিনি মারা যায়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































