Apan Desh | আপন দেশ

প্রথম দিনে ১১৭৪ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল ৩ জাহাজ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৫৩, ১ ডিসেম্বর ২০২৫

প্রথম দিনে ১১৭৪ পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেল ৩ জাহাজ

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় ১১৭৪ পর্যটক নিয়ে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায় তিনটি জাহাজ।

জাহাজ চলাচলের প্রথম দিন কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে ১১৭৪ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পৌঁছেছে তিনটি জাহাজ।

সোমবার (০১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজ তিনটি রওনা দেয়। এ সব জাহাজ দুপুর ১টার পর পৌঁছায় সেন্টমার্টিন জেটিঘাটে।

সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ ডিসেম্বর প্রথম দিন কর্ণফুলী এক্সপ্রেস, এমবি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ এ তিনটি জাহাজ সকাল ৭টায় যাত্রা শুরু করে। যেখানে ১১৭৪ জন পর্যটক রয়েছেন। বিকেল ৩টার দিকে জাহাজ তিনটি সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। তবে কোনো পর্যটক এ জাহাজে আজ ফিরছেন না। তারা যেখানে রাত্রীযাপন করবেন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে আবারও পর্যটক নিয়ে জাহাজ সেন্টমার্টিনে ফিরবে।

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ-এর ঘাট থেকে সেন্টমার্টিনে পর্যটক নিয়ে জাহাজ চলাচল করবে। ঘাটে আরও চার জাহাজ প্রস্তুত রয়েছে। অনুমতি নিয়ে পর্যায়ক্রমে এই চারটি জাহাজও সেন্টমার্টিন যাত্রা শুরু করবে।

এ দিকে সোমবার সকালে জাহাজ যাত্রা দেয়ার আগে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ-এর ঘাটে দেখা গেছে কক্সবাজারের জেলা প্রশাসকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের। যেখানে ১২ নির্দেশনার নিয়ে মাইকিং করা হয়েছে। প্রতিটি স্তরে রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি, প্লাস্টিক কিংবা পলিথিন দেখলেই সঙ্গে সঙ্গে নেয়া হচ্ছে ব্যবস্থা ও সচেতন করা হয়।

আরও পড়ুন>>>খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরন

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, প্রথম দিন তিনটি জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিন গেছে। নিয়ম মতে ট্রাভেল পাস সংগ্রহ করে পর্যটকদের টিকিটসহ সব করা হচ্ছে। ২ হাজারের বেশি যেন যেতে না পারে তার জন্য কঠোর নজরদারি রয়েছে।

তিনি বলেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বোচ্চ সজাগ। জেলা ও উপজেলা প্রশাসন ও অন্যান্য দফতর মিলে তা বাস্তবায়নে মাঠে রয়েছে।

পরিবেশ অধিদফতরের কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন জানান, সেন্টমার্টিনে পর্যটক আসা-যাওয়ার সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। দুই হাজারের বেশি পর্যটক যেতে দেয়া হচ্ছে না। এ জন্য নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাট ও সেন্টমার্টিন জেটিঘাটে পৃথক তল্লাশির ব্যবস্থা করা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সর্তক রয়েছে। উভয় ঘাট ছাড়াও প্রতিটি জাহাজে ট্যুরিস্ট পুলিশ অবস্থান করছে।

এ দিকে প্রথম দিন নিয়মের বাইরে গিয়ে টিকিট বিক্রি করায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, ট্রাভেল পাস ছাড়া টিকেট বিক্রির নিয়ম নেই। এ নিয়ম না মেনে তিনটি টিকেট বিক্রি করায় জারিমানা করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সেন্টমার্টিন ভ্রমণের ব্যাপারে গত ২২ অক্টোবর ১২টি নির্দেশনাসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারি সিদ্ধান্ত মতে বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে গত ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তবে পর্যটকদের মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়