Apan Desh | আপন দেশ

গত ৫ বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখিনি: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২১ নভেম্বর ২০২৫

গত ৫ বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখিনি: পরিবেশ উপদেষ্টা

ফাইল ছবি

গত ৫ বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখিনি। বারবার সতর্কবার্তা দেয়া হচ্ছে। এটাকে বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে গিয়ে ভূমিকম্পের ব্যাপারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সতর্কীকরণ বার্তা দিয়ে দিন শুরু হলো। ভূমিকম্পের ঝুঁকি শুধু সুউচ্চ ভবনের কারণে নয়।  এর অন্যতম কারণ জলাশয় ভরা, পাহাড় কাটা, ইটভাটা তৈরি করা। 

আরও পড়ুন<<>>ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ প্রধান উপদেষ্টার

তিনি বলেন, একটা গোষ্ঠী মনে করে, তারা আইন মানবে না। এ কালচার থেকে সরে আসা জরুরি। জলাশয়, পাহাড়ে হাত না দেয়ার অনুরোধ জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, আইন মেনে উচ্চ ভবন তৈরি করতে হবে। দুর্যোগের প্রস্তুতি নিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ৩ বছরের বিশেষ পরিকল্পনায় যেতে হবে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭।

এর উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদফতর।

এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা