Apan Desh | আপন দেশ

ফের চালু হচ্ছে প্রাথমিকে বৃত্তি, কমতে পারে ছুটি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফের চালু হচ্ছে প্রাথমিকে বৃত্তি, কমতে পারে ছুটি

ছবি: আপন দেশ

১৬ বছর পর আবারও প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালু করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বৃত্তির মাধ‍্যমে শিক্ষার্থীদের সহায়তা করতে চায় সরকার। 

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবা হচ্ছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ১৮০ দিন ক্লাস হয় উল্লেখ করে সাপ্তাহিক ছুটি নয়, শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।

আরও পড়ুন>>>রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

শিক্ষাবহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখায় শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান উপদেষ্টা। 

এক প্রশ্নের জবাবে এ উপদেষ্টা বলেন, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে শুরু থেকে ১৫০টি উপজেলার সরকারি প্রথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে।

বিবিএসের সবশেষ তথ্য অনুযায়ী, দেশের ৭ বছর ও তদূর্ধ জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। ২২ দশমিক ১ ভাগ জনগোষ্ঠী এখনেও নিরক্ষর, যারা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পরেছে। তবে প্রকৃত সংখ্যা আরও কম হতে পারে বলে জানান উপদেষ্টা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়