Apan Desh | আপন দেশ

এবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২০:৪৪, ১২ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪৬, ১২ জুলাই ২০২৫

এবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

সংগৃহীত ছবি

পুরান ঢাকায় মিটফোর্ডে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে এক আবাসন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ওই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ৫ কোটি টাকা চাঁদা দাবি করার পর না পেয়েই একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, কয়েক সপ্তাহ আগে প্রথমবার চাঁদা দাবি করা হয়। এরপর ২৭ জুন ও ৪ জুলাইও হামলা চালানো হয়। সর্বশেষ শনিবার ৩০-৪০ জনের একটি দল আবারও হামলা চালায় ও সিসি ক্যামেরা ভাঙচুরসহ অফিসের মালামাল লুট করে নিয়ে যায়।

পল্লবী থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গুলিতে আহত শরিফুল ইসলাম থানায় এসে মামলা করবেন বলে জানিয়েছেন। এখনো কারও নাম নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছি।

সূত্র জানায়, এ চাঁদাবাজির বিষয়ে এর আগেও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন কাইউম আলী খান। সেখানে তিনি প্রাণনাশের হুমকি, ভয়ভীতি ও আগের দুই দফা হামলার কথা উল্লেখ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়