Apan Desh | আপন দেশ

আমাদের অথর্ব বলেন ঠিক আছে, তবে...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ২৩ মে ২০২৫

আপডেট: ২১:৩৫, ২৩ মে ২০২৫

আমাদের অথর্ব বলেন ঠিক আছে, তবে...

সালেহউদ্দিন আহমেদ

অনেকেই আমাদের সমালোচনা করেন; অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ইমেজ (ভাবমূর্তি) ক্ষুণ্ন হয়-এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেছেন,আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে। সকাল থেকে অনেক রকম ডাইনামিক্স চলছে। সেটা শুধু অর্থ মন্ত্রণালয় নয়, নানা ব্যাপারে। তবে সবার ভালো জন্যই কাজ করছি।

শুক্রবার (২৩ মে) রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন<<>> ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না

আসন্ন বাজেট নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। বাজেটের পরদিন এসব নিয়ে অনেক উত্তর দিতে হবে। তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ কাজ না।

তিনি বলেন, আর আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) যা চেয়েছিল, তা এবার চাপিয়ে দিতে পারে নাই। আমরা একটা সমাধানে এসেছি।

অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই আমাদের সমালোচনা করেন; অথর্ব বলেন। সমালোচনা করবেন, ঠিক আছে। তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। ইমেজ (ভাবমূর্তি) ক্ষুণ্ন হয়।

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রতি দশকে আমাদের ১ শতাংশ করে প্রবৃদ্ধি বেড়েছে। এই প্রবৃদ্ধির সুফল সবাই পায়নি। ফলে বৈষম্য আরও বেড়েছে। এই প্রবৃদ্ধি যথেষ্ট কর্মসংস্থান তৈরি করতে পারেনি। তরুণ বেকারত্ব বেড়েছে। গত আড়াই বছর উচ্চ মূল্যস্ফীতিতে মানুষ জর্জরিত। রাজনৈতিক প্রভাবে একমুখী অর্থনীতি পরিচালনা করলে সমাজ পিছিয়ে যায়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়