Apan Desh | আপন দেশ

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ১৬ মে ২০২৫

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান

ছবি: আপন দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য আব্দুল মঈন খান বলেছেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জন্য মরণফাঁদ। ফারাক্কা বাঁধ এখন বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে আয়োজিত গণসমাবেশের বক্তৃতায় এসব কথা বলেন ড. মঈন খান। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) এ গণসমাবেশের আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজ থেকে উনপঞ্চাশ বছর আগে যে সমস্যা নিয়ে মওলানা ভাসানী প্রতিবাদ করেছিলেন, আজকে উনপঞ্চাশ বছর পর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আবারও সেই একই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে।

আরওপড়ুন<<>>“ভারতের পানি ডাকাতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে”

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সমস্যা জাতিসংঘে তুলে ধরেছিলেন।

গণসমাবেশে সভাপতিত্ব করেন আইএফসি বাংলাদেশের সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। এতে অংশ নেন আইএফসি নিউইয়র্ক চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বিএসডি) নেতা খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ শ্রমিক দলের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, বিএফইউজ’র সাধারণ সম্পাদক কাদের গানি চৌধুরী, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, এনসিপি নেতা আসাদ বিন রনি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম ও বিএনপি নেতা মীর সরাফত আলী সপু প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়