Apan Desh | আপন দেশ

মুজিববাদী সংবিধান বিলুপ্তির দাবি ইয়ূথ ফোরামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ২৯ অক্টোবর ২০২৪

মুজিববাদী সংবিধান বিলুপ্তির দাবি ইয়ূথ ফোরামের

রাজধানীতে বাংলাদেশ ইয়ূথ ফোরামের বিক্ষোভ সমাবেশে

বাহাত্তরের মুজিববাদী সংবিধান বিলুপ্ত করে নতুন সংবিধান প্রনয়ণ করতে হবে। মন্তব্য করেছেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের প্রতিষ্ঠাতা মুহাম্মদ সাইদুর রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়ী বিলোপের লক্ষ্যে বাহাত্তরের মুজিববাদী সংবিধান বাতিলের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এ তিনটি মহৎ লক্ষ্যকে সামনে রেখে। অথচ মুজিববাদী বাহাত্তরের সংবিধানে এর একটিও প্রতিফলিত হয়নি। ভারতের চাপিয়ে দেয়া এ সংবিধানে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ভূলুণ্ঠিত করে শুধু একজন ব্যক্তিকেই মহান করে তুলেছে এবং তারই গুণগান গাওয়া হয়েছে। এ অপাংক্তেয় সংবিধান শুধু একটি পরিবারতন্ত্রেরই সুরক্ষা দিয়ে আসছে। যা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া এ জাতির সঙ্গে  প্রতারণার শামিল। তাই অবিলম্বে এ মুজিববাদী সংবিধান বিলুপ্ত করে '৪৭, '৫২, '৬৯, '৭১, '৯০ ও সদ্যঘটিত '২৪ এর চেতনার আলোকে নতুন সংবিধান প্রনয়ণ করতে হবে।'

সাইদুর রহমান আরও বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের সিদ্ধান্তকে জনগণ সাধুবাদ জানিয়েছে। কিন্তু এখনো ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না। উপরন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমনকি মিছিলও করছে। যা দেশবাসী কোনোভাবেই মেনে নিবে না।

জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের বিষয় তিনি আরও বলেন, ভারতে পালিয়ে গিয়ে তিনি আজকাল '২৪-এর মহানায়কদের কিশোর গ্যাং হিসেবে আখ্যায়িত করে চরম ধৃষ্টতা দেখাচ্ছে। তাই মিডিয়ায় তার ওই সকল আজেবাজে বক্তব্য প্রচারে বিধিনিষেধ আরোপ করতে হবে। নয়তো বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে।

বিক্ষোভ সমাবেশ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, তোফায়েল আহমেদ কায়সার, শেখ শাহীন রেজা টিপু, বিপ্লব হোসেন, ওমর ফারুক প্রমূখ।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন