Apan Desh | আপন দেশ

চারদিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত-ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৫, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ০৯:৫১, ১৪ অক্টোবর ২০২৪

চারদিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত-ব্যাংক

ফাইল ছবি

টানা চারদিনের ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) খুলছে অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনসহ পূজা উপলক্ষে চারদিন ছিল সরকারি ছুটি।

অন্যান্য বছর শুধুমাত্র বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চারদিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।

টানা চারদিন পূজার ছুটি শেষে আজ (১৪ অক্টোবর) অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা। খুলছে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

এর আগে, গত ৮ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর। এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ১৫ অক্টোবর এবং লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি রয়েছে ১৬ অক্টোবর।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়