আগামী জুনের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশের নিচে নেমে আসবে। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ। মঙ্গলবার (০৮ এপ্রিল) আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে আইএমএফ। ফলে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।