
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১২ এপ্রিল। তবে ফিলিস্থিনের অধিকৃত গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওইদিন 'লং মার্চ ফর গাজা' কর্মসূচি পালন করলেও পরিক্ষা শুরু হবে নির্ধারিত সময়েই।
বুধবার (৯ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বলেন, পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই। 'বি' ইউনিটের পরীক্ষা ১১টা থেকে শুরু হয়ে ১২টার মধ্যে শেষ হবে। আর লং মার্চের কর্মসূচি বিকাল ৩টায় শুরু হবে। এতে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না।
ভর্তিচ্ছু শিক্ষার্থী আফরিন তাসনিম বলেন, আমরা যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছি, তাদের জন্য সময়মতো ভর্তি পরীক্ষা হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। দেরি হলে মানসিক চাপ আরও বেড়ে যেত। তাই সময়মতো পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত আমাদের জন্য স্বস্তিদায়ক।
ভর্তিচ্ছু আরেক শিক্ষর্থী সাজ্জাদ হোসেন বলেন, এটা খুবই ভালো সিদ্ধান্ত। এমনিতেই এবছর রাবি ভর্তি পরিক্ষা দেরিতে হচ্ছে। তারপর যদি পরিক্ষা পেছাতো তাহলে নতুন করে ভোগান্তি শুরু হতো। তখন পরিক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তাই এমন সিদ্ধান্তের জন্য রাবি প্রশাসনকে ধন্যবাদ।
উল্লেখ্য, এর আগে ১২ এপ্রিল 'বি' ও ১৯ এপ্রিল 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।