
ছবি: আপন দেশ
ছাত্রদল ক্ষেপলে গুপ্ত বাহিনী পালানোর জায়গা পাবে না। এ মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গ্রুপে যারা অশ্লীল ভাষায় গালাগালি করছে, তাদের পরিচয় খুঁজে বের করতে হবে । এসব বক্তব্য ও আক্রমণ পরিকল্পিত।
শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ও খুলনার দৌলতপুরে খুনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আমরা যখন রাজাকার বলি তখন একটা দল চেতে ওঠে। আমরা তাদের বলতে চাই তারা কি ৭১ এর গণহত্যাকে অস্বীকার করেন? আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের অপরাধকে অস্বীকার করি না।
তিনি আরও বলেন, খুলনার যুবদল নেতাকে রগ কেটে হত্যাই প্রমাণ করে দিয়েছে আসলে এ কাজ কারা করেছে। খুনিরা এখন ঢাকার আকাশে বাতাসে চাঁদাবাজ বলে চিৎকার করছে। এটা আসলে তাদেরই পরিকল্পনার ফল। এখন তারা যুবদল, ছাত্রদলের নামে প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।