
ছবি: আপন দেশ
বৈশ্বিক যোগাযোগ ও কর্মদক্ষতা বৃদ্ধিতে ইংরেজি ভাষা শেখার বিকল্প নেই। শুধু ডিগ্রি নয়, স্মার্ট কমিউনিকেশন স্কিল ও গ্লোবাল ওয়ার্ক কালচারের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতা শিক্ষার্থীদের সফলতা নির্ধারণ করে। ইংরেজি ভাষা আয়ত্তে গুরুত্বারোপ করে এ কথা বলেছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান শামসুল আলম লিটন।
শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকার দিয়াবাড়ি এলাকায় এডাস্টের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) আয়োজিত ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ কর্মসূচিকে পরিবর্তনমুখী শিক্ষা ও দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
সেমিনারে ব্যাংকক থেকে ভার্চুয়ালী অংশ নেন এসডিআই পরিচালক, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, এসডিআই শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এ আয়োজন এরই একটি অংশ। যার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারবেন।
তরুণদের বৈশ্বিক কর্মদক্ষতা ও যোগাযোগ পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্য অর্জন ত্বরান্বিত করবে বলে জানান সেমিনারে অংশ নেয়া বক্তারা। সভাপতিত্ব করেন এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
সেমিনারের ভাষ্য উপস্থাপন করেন গবেষক, সিনিয়র আইইএলটিএস ইনস্ট্রাকটর মোজাম্মিল মোবারক হোসাইন, জান্নাতুল ফাহিম ও মিরাজ হোসেন। সঞ্চালনা করেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর তানঝিম আরা ইঝুম।
আরও বক্তব্য দেন সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, চীফ অ্যাকাডেমিক এডভাইজর অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন ও অপারেশনস ম্যানেজার ব্যারিস্টার জাকির হোসেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের এডভাইজর, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীসহ অতিথিরা অংশ নেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।