Apan Desh | আপন দেশ

রোজ অফিসে যেতে দেরি হলে কি করবেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২৮ জুলাই ২০২৪

রোজ অফিসে যেতে দেরি হলে কি করবেন

ছবি : সংগৃহীত

রোজ সময়মত অফিসে যেতে দেরি হয়? মাসে দুই-এক দিন অফিসে যেতে দেরি হতেই পারে। তবে এমন ঘটনা প্রায়ই ঘটলে তো মুশকিল। দেরি করে অফিসে গেলে তখন সব কাজই স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে। কাজের ভুল-ভ্রান্তিও বেশি হয়। 

সময়ের কাজ সময়ে করতে নিচের টিপসগুলো মেনে চলতে পারেন: 

সময়ের গুরুত্ব বুঝুন 
প্রথমত সময়ের গুরুত্ব বুঝতে হবে। কোন কাজ কত সময় ধরে করবেন, কোনটি আগে এবং কোনটি পরে করতে হবে, সেটা আগে ঠিক করে নিতে হবে। প্রতিটি কাজের জন্যই আলাদা করে সময় বরাদ্দ করে নিতে হবে। তা হলেই সব কাজ গুছিয়ে শেষ করা যাবে। 

পরিকল্পনা করুন
প্রত্যেক কাজের জন্য পরিকল্পনা করে রাখতে হবে। ধরুন, যে দিন অফিস যাবেন, সে দিন ঘড়িতে অ্যালার্ম দিয়ে একটু তাড়াতাড়ি উঠুন। হাতে দুই থেকে তিন ঘণ্টা সময় রাখতেই হবে। তা হলেই দেরি হয়ে যাবে বলে দুশ্চিন্তা শুরু হবে না। 

লিখুন 
ডায়েরি লেখার অভ্যাস থাকলে খুব ভালো। সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া অবধি কী কী কাজ করতে হবে, কোন কাজটি করলেন আর কোনটি পরে করবেন বলে রেখেছেন, সব পয়েন্ট করে লিখে রাখুন। তা হলে দেখবেন কাজে শৃঙ্খলা আসবে। 

কাজের গুরুত্ব বুঝুন 
কাজ শেষ করার অভ্যাস করতে হবে। কোনো কাজই কাল করব বলে ফেলে রাখা চলবে না। কোন কাজের গুরুত্ব বেশি, সেটি নিজেকেই ঠিক করতে হবে। সময় নষ্ট করার বদলে গুরুত্ব বিচার করে কাজকেও ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। 

আপন দেশ/এইউ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়