Apan Desh | আপন দেশ

সারাদেশে বিচারকদের কালো ব্যাজ ধারণ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৩, ১৬ নভেম্বর ২০২৫

সারাদেশে বিচারকদের কালো ব্যাজ ধারণ 

ছবি : আপন দেশ

বাসায় ঢুকে রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে হত্যার প্রতিবাদে সারাদেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন। রোববার (১৬ নভেম্বর) একযোগে কালো ব্যাজ ধারণ করেন তারা।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাতে আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে নিরাপত্তা নিশ্চিতসহ দুই দাবি পূরণের আশ্বাসে কলমবিরতি পালন কর্মসূচি প্রত্যাহার করে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। 

তবে রোববার সারা দেশে বিচারকদের কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন এবং সংগঠনের পক্ষে দোয়া মাহফিলের আয়োজনের ঘোষণা দেয়া হয়।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুই দফা দাবি নিয়ে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দুই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।

আরও পড়ুন<<>>শেখ হাসিনার মামলার রায় সোমবার, বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার হবে

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিবারের পূর্ব-পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে বিচারকের ছেলে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হন। এছাড়া লিমনও আহত হয়।

পরে অভিযুক্ত লিমনকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় লিমনের একটি বক্তব্য কয়েকটি মিডিয়ায় প্রচার করা হয়। এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে। পাশাপাশি রাজপাড়া থানার এক এসআই ও তিন কনস্টেবলসহ মোট চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এদিকে, বিচারকপুত্র হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়