Apan Desh | আপন দেশ

সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৫, ২৭ মে ২০২৫

সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে: শিশির মনির

ছবি: আপন দেশ

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের মাধ্যমে দেশে ‘সিন্ডিকেটেড ইনজাস্টিস’-এর অবসান ঘটেছে। এ বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগ জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দেন। এরপরই আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশির মনির।

আরও পড়ুন>>>বেকসুর খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহার

তিনি বলেন, আজহারুল ইসলাম এখন থেকে একজন নির্দোষ ব্যক্তি। সুপ্রিম কোর্ট আজ সত্যকে প্রতিষ্ঠিত করেছে, মিথ্যা পরাজিত হয়েছে। ইতিপূর্বে জামায়াত ও বিএনপির ছয়জন শীর্ষ নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে। পাঁচজন কারাগারেই মারা গেছেন। এটা ইতিহাসে নজিরবিহীন নির্যাতন। আজহারুল ইসলাম সৌভাগ্যবান, তিনি বেঁচে ছিলেন বলে বিচার পেয়েছেন।

তিনি জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মানবতাবিরোধী অপরাধ মামলার আগের রায়গুলোর ওপর নতুন আলো ফেলবে এ রায়। সরকারের উচিত একটি রিভিউ বোর্ড গঠন করা। যেন অন্যদের ক্ষেত্রেও পুনর্বিবেচনা করা যায়। মৃত্যু পরবর্তী হলেও যাদের সঙ্গে অন্যায় হয়েছে, তাদের পরিবার যেন সুবিচার পায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়