
ছবি: আপন দেশ
বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সাংবাদিকদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) রাজধানীর জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে আয়োজিত এক কর্মশালায় এ আহবান জানানো হয়।
আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরাম’-এর সদস্যদের অংশগ্রহণে কর্মশালাটি আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট। এতে সহযোগিতা করে ইউএনডিপি, সুইডিশ দূতাবাস ও সুপ্রিম কোর্ট।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ইতোমধ্যে ঘোষণা করেছেন, যার অনেক অংশই বাস্তবায়িত হয়েছে। পৃথক সচিবালয়সহ কয়েকটি উদ্যোগ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এসব বাস্তবায়নে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা প্রয়োজন।
ইউএনডিপি বাংলাদেশের আইন, বিচার ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার বলেন, বিচার বিভাগকে শক্তিশালী করতে আদালত ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা অত্যন্ত জরুরি। পাশাপাশি, ন্যায়বিচার নিশ্চিত করতে স্বতন্ত্র প্রসিকিউশন ও তদন্ত সংস্থা গঠনের লক্ষ্যে কাজ চলছে।
ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বলেন, বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নে ইউএনডিপির সহায়তায় দেশের সাতটি অঞ্চলে মতবিনিময় সভা হয়েছে। যাতে জনগণ এ সংস্কার সম্পর্কে সচেতন হতে পারে।
জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। এসময় উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক। কর্মশালায় ল' রিপোর্টার্স ফোরামের ৪০ জন সদস্য অংশ গ্রহণ করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।