Apan Desh | আপন দেশ

আলেপ্পো থেকে এসডিএফ যোদ্ধাদের ফিরিয়ে নিল কুর্দি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১১ জানুয়ারি ২০২৬

আলেপ্পো থেকে এসডিএফ যোদ্ধাদের ফিরিয়ে নিল কুর্দি বাহিনী

ছবি : সংগৃহীত

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছিল। যুদ্ধবিরতি হওয়ায় কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যোদ্ধারা শহরটি ত্যাগ করেছে।

রোববার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব জানান, যুদ্ধবিরতি চুক্তির পরে সরকারি বাহিনী রাতারাতি শহর ত্যাগ করে। এরপর আলেপ্পোতে এসডিএফ যোদ্ধাদের দেখা যায়নি।

এসডিএফ কমান্ডার মাজলুম আবদি জানান, আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে তাদের দল যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেয়ার সিদ্ধান্তে পৌঁছেছে।

আবদি এক্স-এর এক পোস্টে বলেন, ‘আমরা একটি সমঝোতায় পৌঁছেছি। যা আমাদের যুদ্ধবিরতির দিকে পরিচালিত করবে। আশরাফিহ ও শেখ মাকসুদ থেকে উত্তর ও পূর্ব সিরিয়ায় মৃত, আহত, আটকে পড়া বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের প্রতি আহবান জানাচ্ছি, তারা যেন যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলেন এবং বাস্তুচ্যুতদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য সহযোগিতা করেন।’

আরও পড়ুন : ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এ কয়েকদিনের সংঘর্ষে আলেপ্পোতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া দেড় লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমে আলেপ্পোতে শান্তি ফিরে এসেছে। এ ছাড়া এসডিএফ এবং সরকারের মধ্যে চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

আপন দেশ/এসএস/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়